রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
Logo
alo

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

সাংবাদিকের নাম

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ এএম

alo
alo

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার বিকেলে ৫ জন আরোহীসহ একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বিমানের অপর এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।

মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যাম্প পেন্ডলটনে অবস্থিত বিমান ঘাঁটির এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হিসেবে এটিকে শনাক্ত করা হয়েছে। অসপ্রে বিমানগুলো ‘উলম্ব টেকঅফ এবং অবতরণ’ করতে পারে। এটিতে হেলিকপ্টারের মতো ঘূর্ণমান পাখা থাকায় সরাসরি উপরে ও নিচে ওঠানামা করতে পারে। আবার বিমানের মতো চলতে পারে।

ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত নেভাল ফ্যাসিলিটি ফেসবুকে দেওয়া এক পোস্টো জানায়, কোচেল্লা ক্যানেল রোড এবং হাইওয়ে ৭৮ এর আশেপাশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফেডারেল ফায়ার এবং ইম্পেরিয়াল কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। '

ঘটনার পর চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

alo
alo
alo