শনিবার, এপ্রিল ৫, ২০২৫
Logo
logo

নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু


সাংবাদিকের নাম   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:৪৩ পিএম

নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন বাংলাদেশি প্রকৌশলী নাজমুল আহসান বাবুল।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রস্থ মাগুরা জেলা সমিতির নেতৃবৃন্দরা জানান নিহত নাজমুল আহসান বাবুল পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছেন। তিনি চলতি বছরে মাগুরা জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি পেশায় একজন প্রকৌশলী এবং লায়ন্স ক্লাবের গভর্নরও ছিলেন। প্রবাসে নানা ধরনের সামাজিক কর্মকান্ডের তার সম্পৃক্তা ছিলো বলে জানা গেছে। তার দেশের বাড়ি মাগুরা জেলায়। নাজমুল আহসান বাবুলের আকস্মিক মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।