শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Logo
alo

হাতিরঝিল জাতীয় সম্পত্তি: হাইকোর্ট

সাংবাদিকের নাম

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৪, ০১:১৫ পিএম

alo
alo

হাতিরঝিল পাবলিক ট্রাস্ট প্রোপার্টি তথা জনগণের ন্যাস সম্পত্তি তথা জাতীয় সম্পত্তি বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, হাতিরঝিলের পানি ও এর নজরকাড়া সৌন্দর্য অমূল্য সম্পদ। এ সম্পদকে কোনোভাবে ধ্বংস বা ক্ষতি করা যাবে না। বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকা রাজধানী ঢাকার ফুসফুস হিসেবেও অভিহিত করা হয়েছে রায়ে।

চার বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ৩০ জুন কয়েক দফা নির্দেশনা, পরামর্শসহ ওই রায় দেন। ৫৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

alo
alo
alo